তৈরি করে নিন ফ্রিতে ফোরাম ওয়েবসাইট

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকের যে টিউটোরিয়ালটির নিয়ে আসছি তার জন্য অনেকে আমাকে রিকুয়েস্ট করছেন। আজকের টিউটোরিয়ালটি হল কিভাবে ফ্রিতে ফোরাম ওয়েবসাইট তৈরি করবেন।
Web devlopment

সর্বপ্রথমে বলে ফেলি ওয়েবসাইট তৈরির জন্য কোন প্লাটফর্ম সবচেয়ে ভালো। যারা কোনো প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য মূলত দুইটা প্ল্যাটফর্ম রয়েছে। একটি হল ব্লগার অপরটি ওয়াডপ্রেস। আসুন জেনে ফেলি ওয়েবসাইট তৈরির জন্য ব্লগার উত্তম না ওয়াডপ্রেস।
সর্বপ্রথম ব্লগার দিয়ে শুরু করি। জেনে ফেলে এর সুবিধা ও অসুবিধা

ব্লগার ওয়েবসাইটের সুবিধা সমুহঃ
  • ব্লগার ওয়েবসাইটে ওয়েবসাইট ডিজাইন করা খুব সহজ।
  • হোস্টিং কেনার প্রয়োজন পড়ে না গুগল ফ্রিতে হোস্টিং দিয়ে থাকে।
  • যেহেতু ব্লগার ওয়েবসাইটের হস্টিং গুগোল দিয়ে থাকে তাই ব্লগার ওয়েবসাইটের সিকিউরিটির দায়িত্ব গুগোলের
  • অ্যাডসেন্স অ্যাপ্রুভ সহজে পাওয়া যায়।
  • ব্লগার ওয়েবসাইটটি অটোমেটিক গুগোল সার্চইঞ্জিনে সংযুক্ত হয়ে যায়।
  • গেজেট এর সাহায্যে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়।
ব্লগার ওয়েবসাইট এর অসুবিধাসমূহঃ
  • ব্লগার ওয়েবসাইটের সবচেয়ে বড় অসুবিধা হলো কাস্টমাইজ করা অনেক মুশকিল।
  • ব্লগার ওয়েবসাইট দিয়ে ফোরাম টাইপের ওয়েবসাইট বানানো সম্ভব নয়।
  • ইচ্ছামত যেকোনো জায়গায় অ্যাড বসানো যায় না।
এবার আসি ওয়ার্ডপ্রেস সাইট এর সুবিধা অসুবিধা নিয়ে
ওয়ার্ডপ্রেস সাইটের সুবিধাসমূহঃ
  • ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা খুব সহজ। বিভিন্ন প্রকার থিম ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারেন।
  • হাজারো রকমের প্লাগইন ব্যবহার করতে পারেন। যার ফলে অনেক সুবিধা পাবেন।
  • কাস্টমাইজ করা খুবই সহজ।
  • ইচ্ছামতো যেকোনো জায়গায় এড বসানো যাবে।
ওয়ার্ডপ্রেস সাইট এর অসুবিধাসমূহ
  • প্লাগিন অথবা থিম এডিট করতে হলে পিএইচপি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হতে ব্লগার এর চাইতে অধিক সময় লাগে।
  • প্লাগিন অথবা থিম এডিট করতে গিয়ে কোন প্রকার ভুল হলে পুরো সাইটটি ব্রেক হতে পারে।
  • ওয়ার্ডপ্রেসের জন্য হোস্টিং এবং ডোমেইন দুটোই কিনতে হয়।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।আমার মধ্যে ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেসই সবচেয়ে ভালো। কারণ এখানে অনেক বেশি সুবিধা পাওয়া যায়।
যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করব তো আসুন আমরা দেখে নেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির জন্য আমাদের কি কি প্রয়োজনঃ
  • হোস্টিং
  • ডোমেইন
  • একটি ইমেইল আইডি
  • কম্পিউটার বা ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন
  • ওয়েবসাইট তৈরি করার মন মানসিকতা
ডোমেইন এবং হোস্টিং টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমরা তো ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব তাই আমি আগামী পর্বে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে হোস্টিং এবং ডোমেইন নেবেন। আজকে পর্যন্তই।আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং Most Importantly Kitbd24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।

No comments

Powered by Blogger.